Print Date & Time : 6 May 2025 Tuesday 7:32 am

হাটহাজারীতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা


হাটহাজারীর ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী)বিদ্যালয়ের মাঠে আয়োজিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ ওসমান ফারুক চৌধুরী।


এতে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন। 


বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য যথাক্রমে অধ্যাপক নাজমুল হুদা মনি, নাজমুল হাসান শিমুল, কামরুল হাসান শেয়ান, মোহাম্মদ শাহজাহান তালুকদার, এরশাদুল আলম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রুমা আকতার।


সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকমন্ডলী হলেন, যথাক্রমে স্বপন কুমার দে, তৌহিদুল আনোয়ার চৌধুরী, রনজিত চন্দ্র দেব, মিন্টু রঞ্জন দাশ, রনজিত চন্দ্র সেন, সৈয়দ মাওলানা রফিক উদ্দিন, সলিম উল্লাহ, বাদল কান্তি দে,  মিসেস আরতি দাশ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলম।এই সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। সংবর্ধিত শিক্ষকদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৬ ফেব্রুয়ারী ২০২৩