মো.আলাউদ্দীন,হাটহাজারী: হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার ধলই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হারুন চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন এলাকা থেকে এ অবৈধ কাঠ জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলই ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় অভিযান চালানো হয়, এসময় ২৬ টুকরা অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়।পরে জব্দকৃত কাঠগুলো চেয়ারম্যান আবুল মনসুর ও ৭ নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর এবং বনবিভাগের জিম্মায় দেয়া হয় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বনবিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।
জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এল//