মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নের গোলাপের দোকান এলাকার কৃষ্ণখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (০৮ মার্চ) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.শাহিদুল আলমের নেতৃত্বে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ওই এলাকার বেশ কয়েকজন কৃষক জেলা প্রশাসকের কাছে কৃষি সেচের জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণখালী খালের পাড় ও অংশ দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের আবেদনের প্রেক্ষিতে চালানো অভিযানে কৃষ্ণখালীর কিনারে অবৈধভাবে গড়ে উঠা বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় ভেঙ্গে নেয়ার শর্তে বেশ কয়েকজনকে ক্ষেত্রবিশেষে ২৪ ঘন্টা থেকে ০৭ দিন পর্যন্ত সময়ও দেয়া হয়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম ও অন্যান্য অংশ গ্রহন করেন এবং অভিযান পরিচালনায় এএসআই সুমন হোসেনসহ মদুনাঘাট পুলিশ ফাড়ির একটি দল সাথে থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, “জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে কৃষ্ণখালী খনন কার্যক্রম পরিচালনা করা যাবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যা হ্রাস পাবে ও অনাবাদি জমি আবাদের আওতায় আসবে।” অবৈধ স্থাপনা উচ্ছেদে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post