Print Date & Time : 26 August 2025 Tuesday 6:08 am

হাটহাজারীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মসিউজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ও পৌর প্রশাসক আবু রায়হান, ওসি মোঃ মনিরুজ্জামান উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, গণমাধ্যমকর্মীদের পক্ষে হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সরোয়ার মোরশেদ তালুকদার ও মোঃ আবুল মনসুর, যানবাহন ও পরিবহন নেতা মোঃ শাহাজাহান, মোঃ ইউসুফ  মনা, জাফর আহম্মদ,মোঃ ফারুক, ব্যবসায়ী নেতা শাহ আলম, শফিউল আলম, রেজাউল করিম বাবু, মোঃ সেকন্দর, বেলাল উদ্দিন বিজয় প্রমূখ।

 এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০১,২০২৩//