মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে অগ্নিকান্ডের ঘটনায় একটি টেইলারিং দোকান পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৫ টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর আগে একইদিন সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কাটিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনারদিন সকাল সাড়ে ছয়টার দিকে উল্লেখিত এলাকার স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ১০/১২ফুট পরিমাপের কমল চন্দ্র দাসের “তরুণী টেইলার্স” নামক দোকানে আগুন লাগলে উক্ত আগুনে দোকানের রক্ষিত থান কাপড়সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনায় আশে পাশের বেশ কয়েকটি দোকানঘর আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া অগ্নিকাণ্ডে ঘটনায় অন্তত ১০/১৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে ।
কাটিরহাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন বৃহস্পতিবার বিকালের দিকে জানান, অগ্নিকান্ডের ঘটনাটি স্থানীয়রা দেখার সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেয়ায় ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিযন্ত্রণে আনায় পুরো মার্কেটের সবগুলো দোকান আজ রক্ষা পেয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বৃহস্পতিবার বিকালে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেনের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় ফায়ারকর্মীরা আগুন নিযন্ত্রণে আনতে সক্ষম হয়
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post