বুধবার (২০ ডিসেম্বর) উপজেলার ছিপাতলী ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবারটি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , ওইদিন দিবাগত রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে গিয়ে আগুন নিযন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে’র কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৪০ মিনিট চেস্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । এ ঘটনায় অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ভুক্তভোগী পরিবারটি।
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্দুল মন্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আশেপাশের ঘরগুলো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে পেরেছি।
রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//

Discussion about this post