মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম)প্রতিনিধি : হাটহাজারীতে আগুনে পুড়ে মোহাম্মদ ফোরকান (৪৬)নামের এক প্রতিবন্ধী নিহত হয়েছে।
শনিবার (৪জুন) সকাল ৫টার দিকে হাটহাজারী সদরের মোহাম্মদপুর এলাকায় এ মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে,পৌর সদরের মোহাম্মদপুর ৯নং ওয়ার্ডের আজিজুল্লাহ বাড়িতে অগ্নিকান্ডে একই পরিবারের বসতঘরের ৮টি কক্ষ সম্পুর্ণ পুড়ে যায়। এ সময় শশুড়বাড়ীতে বেড়াতে আসা প্যারালাইসিস রোগী ফোরকান অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। নিহত ফোরকান উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে বলে জানা গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. মঞ্জু, মো. ফরিদ, মো. মাসুম, মো. জমির, মো. সালাউদ্দিন ও মো. রহিম। ক্ষতিগ্রস্থরা জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের অন্তত ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে । তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।
হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ফোরকানের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//