মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে হাবিবা আক্তার নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলের দিকে উপজেলার দক্ষিণ বুড়িশ্চরের তালতলার সোলেমান কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই বাড়ীতে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে পুড়ে ওই কলোনির ইযামিনের এক বছর ছয় মাস বয়সী শিশু কন্যা হাবিবার মর্মান্তিক মৃত্যু হয়।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০/৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই বাড়ীর ৬ কক্ষ বিশিষ্ট দুইটি বসতঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে ।
ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিষদের পক্ষ থেকে অগ্নিদূর্গতদের প্রযোজনীয় সাহায্য সহযোগিতা করা হবে।
এদিকে খবর পেয়ে ওইদিন রাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ঘটনাস্থলে ছুটে যান। এসময় তিনি আগুনে পুড়ে নিহত শিশু হাবিবার পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা, ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের হাতে ২ হাজার টাকা করে সরকারি সহায়তা তুলে দেন তিনি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//