Print Date & Time : 9 May 2025 Friday 7:09 am

হাটহাজারীতে আগুনে ১৬ ঘর পুড়ে ছাই, ৩০লাখ টাকার ক্ষতি

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের ১৬ টি বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও পাঁচটি পরিবার নিঃশ্ব হয়ে গেছে।

রবিবার (৩০ জুলাই) সকালের দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ আহনের পাড়ার সাধন সিপাহীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে চিকনদন্ডী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ আহনের পাড়ার সাধন সিপাহীর বাড়িতে বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশে ছড়িয়ে পড়ে ওই বাড়ির ওমর ফারুক, ওসমান, মুবিন, নুরুল আফছার, আজমসহ পাঁচ পরিবারের অন্তত ১৬ টি বসতঘর, ঘরে রক্ষিত নগদ দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় নাছির নামের এক ব্যক্তি জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে খবর জানালে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডেে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সালাউদ্দিন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে জানান, দূর্গতরা তাদের পরিধেয় কাপড়টি ছাড়া আর কিছুই ঘর থেকে বের করতে পারেনি।

হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার ফজল মিয়া অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এস//