Print Date & Time : 5 August 2025 Tuesday 12:42 am

হাটহাজারীতে আগুনে ১৭ টি ঘর পুড়ে ছাই

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ১৪ টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই ভয়াবহ আগুন পুড়াতে পারেনি পুড়ে ছাই হয়ে যাওয়া ঘরে রক্ষিত পবিত্র কুরআন।

এ ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়াদের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫/৩০ লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

শুক্রবার (০৮ মার্চ) ভোরের দিকে হাটহাজারী পৌরসদরের শাহজালাল পাড়ার ইব্রাহিমের কলোনীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বৈদ্যূতিক শর্ট সার্কেট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই কলোনির বাসিন্দা ফাতেমা বেগম, শহরবানু, মো.মঞ্জু, পান্না, মো.সুমন, আকতার হােসেন, মো.নুরমিয়া, মো.নাছির উদ্দীন, আকলিমা, মো.আলী, মো. ওসমান, মো.ওয়াসিম, মো.শাহআলম ও মো.নাছিরসহ ১৪ টি পরিবারের অন্তত ১৭ টি বসতঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্ত কলোনীর মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনায় আশপাশের আরো অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে এ প্রতিবেদক কে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদূর্গতদের সাহায্য সহযোগিতা করা হবে।

দৈনিক দেশতথ্য//এইচ//