চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।
হাটহাজারী ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দলের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। মহড়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগ প্রবণ অঞ্চল। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিষয় যার প্রভাবে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, প্রাকৃতিক সম্পদের নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়। দুর্যোগ মোকাবেলায় মানুষের ক্ষয়ক্ষতি প্রশমনে নানাবিধ প্রস্তুতিসহ দুর্যোগ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় নিয়ে সকলকে উদ্বুদ্ধ ও সচেতন করতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনার কোনো বিকল্প নেই।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( অঃ দাঃ) নিয়াজ মোর্শেদ, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন এলাকায় মোহাম্মদ শাহাজাহান, অধ্যাপক আবু তালেব, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন, সংবাদকর্মী বোরহান উদ্দিন প্রমূখ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে সিভিল ডিফেন্সের সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post