মো.আলাউদ্দীনঃ হাটহাজারীতে নাছির উদ্দিন ওরফে নাছির ভুলু(৪৫) ও শফিউল আজম জনি (২৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ী একাধিক মামলার ২ আসামীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (২৫ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার ফতেপুর ইউপিস্থ মদনহাট নামার বাজার হাজী দুলা মিয়া মার্কেট এর সামনে থেকে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীন এর নেতৃত্বে এসআই(নিঃ) আমিরুল মুজাহিদ, এসআই মোহাম্মদ বেলাল ও এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এক বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়নের আলাউদ্দীন খন্দকার বাড়ীর মৃত নুর মিয়া ড্রাইভারের ছেলে নাছির উদ্দীন ভুলু ও ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেমৌহনি বাজারের মো.মিয়া সওদাগর বাড়ীর বাবুল ড্রাইভার প্রকাশ ইছহাকের পুত্র শফিউল আজম রনি বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা হাটহাজারী পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ আলীপুর স্কুলের পাশে কবরস্থান সংলগ্ন শফির সেমি পাকা ভাড়া বাসা কে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২০৫ (দুইশত পাঁচ) পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২৬৩০(দুই হাজার ছয়শত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আর//দৈনিক দেশতথ্য//২৬ জুলাই-২০২২//

Discussion about this post