Print Date & Time : 17 July 2025 Thursday 10:42 am

হাটহাজারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বেলা এগারটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উদযাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো শাহিদুল আলম। সভায় নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ডেপুটি কমান্ডার মো.হোসেন মাস্টার, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্না মান্নার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরী, সাংবাদিক শ্যামল নাথ, শিক্ষার্থী হাবিবুল্লাহ।

উক্ত সভায় বক্তারা মুজিব নগর দিবসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//