Print Date & Time : 25 August 2025 Monday 10:03 am

হাটহাজারীতে করাতকলে অভিযান : সরঞ্জাম জব্দ

হাটহাজারীতে অভিযান চালিয়ে ৩ টি অবৈধ করাতকলের সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার (১৭ আগস্ট) বিকেলের দিকে উপজেলার মুনিয়াপুকুর পাড় এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়,  উপজেলার মুনিয়াপুকুর পাড় এলাকায় গড়ে উঠা কয়েকটি করাতকলে অভিযান পরিচালনার সময় করাতকল স্থাপনের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ৩টি করাতকলের সরঞ্জামাদি জব্দসহ কলগুলি বন্ধ করে দেয়া হয়। এবং ওইসব অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় রেঞ্জ কর্মকর্তা মো ফজলুল কাদের চৌধুরী,মন্দাকিনী বিটের বিট কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম,ফরেস্ট গার্ড ও হাটহাজারী মডেল থানা পুলিশর একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১৭,২০২২//