মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম):
হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করে তা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
দন্ড প্রাপ্ত মো. কাজী আবদুর রহিম মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার আবদুল হালিমের পুত্র।
সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযানে গেলে এক্সেভেটর দিয়ে আবাদি জমি খনন করে তা ড্রাম ট্রাক যোগে পরিবহন করতে দেখা যায়। এর প্রেক্ষিতে কাজী আবদুর রহিমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এবং মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর জব্দ করে ডিসিআর মূলে জরিমানার টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার জানান, “কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//