মো.আলাউদ্দীনঃ হাটহাজারীতে রকিবুল ইসলাম চৌধুরী তুষার (২৮) নামে এক ক্রিকেটার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ৩ নং ওয়ার্ডে মহতের বাড়ির ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী ছেলে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকালের দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনারদিন মঙ্গলবার বিকালের দিকে তুষার তার বসত ঘরের দরজা বন্ধ করে পরিবারের সকলের অজান্তে বসতঘরের সিলিং ফ্যানের সাথে রশি লাগিয়ে আত্মাহত্যা করে। এক পর্যায়ে পরিবারের লোকজন তার ঘরের দরজা বন্ধ দেখে তাকে বেশ কয়েকবার ডাকলেও তার কোনো সাড় শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতর ঢুকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশিরা জানায়, তুষার হতাশায় ভোগছিলো। খুব ভালো ক্রিকেট খেলতো সে। জাতীয় দলে খেলার প্রবল ইচ্ছাও ছিলো তার। দীর্ঘদিন ধরে একটি ক্লাবের হয়ে দেশের বিভিন্ন স্থানে খেলছিল সে। তবে জাতীয় দলে খেলার জন্য অনুশীলন করার সময় মারাত্নক আঘাতপ্রাপ্ত হয় তুষার। তখন সে মাঠে জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজে উপস্থিত ছিলেন। তাকে তুষার নিজের পারফরম্যান্স দেখানোর সময় হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসক বলে দেন তার আর খেলা সম্ভব নয়। এদিকে দল থেকে বাদ পড়ে যায় তুষার। আর এ বাদ পড়াটা সে মেনে নিতে পারেনি, সবসময় খুব চিন্তিত থাকতো সে। এ কারনেই সে আত্নহত্যা করেছে বলে ধারনা পরিবার ও প্রতিবেশিদের। এদিকে তুষারের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউ পি মেম্বার আনিসুল ইসলাম তুষারের আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা আত্নহত্যা মনে হলেও রিপোর্ট হাতে পেলেই আসল ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
আর//দৈনিক দেশতথ্য//৩১ আগষ্ট-২০২২