মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রিতিনিধি: হাটহাজারীতে আয়শা আক্তার (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(০৮ এপ্রিল)দুপুরের দিকে ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ নুর মোহাম্মদ ফরিক বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার মাহফুজুল ইসলামের স্ত্রী নিহত আয়শা আক্তার পরিবারের লোকজন অজান্তে বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত আয়শা আক্তারের আহমেদ রেজা নামে ১০ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
ওই এলাকার মেম্বার নাছির উদ্দিন আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে বলেন, আয়শা আক্তার বছরখানেক ধরে মানসিক ভারসাম্যহীন ছিল বলেও জানান তিনি।
মডেল থানা ওসি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে, রিপোর্ট হাতে পেলেই এ ঘটনার রহস্য জানা সম্ভব হবে।
এবি//দৈনিক দেশতথ্য//০৮ এপ্রিল,২০২২//