Print Date & Time : 26 August 2025 Tuesday 1:34 pm

হাটহাজারীতে গৃহবধু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

হাটহাজারীতে এক গৃহবধুকে গণধর্ষণের ঘটনায় কাজী এমদাদুল হক প্রকাশ খোকন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত খোকন বায়েজিদ থানার পূর্ব কুলগাওস্থ কাজী বাড়ির মৃত কাজী আজিজুল হকের পুত্র। 

বুধবার (৩১ মে) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ গণমাধ্যমকে আটকের সত্যতা নিশ্চিত করেন।  এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ  নূরুল আলম জানান,উপজেলার  চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট চৌধুরী পাড়া এলাকায় সাতকানিয়া উপজেলার ওই ভিকটিম দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। গত সোমবার দিবাগত রাতে গ্রেফতারকৃত আসামিসহ একাধিক ব্যাক্তি তাকে ইচ্ছার বিরুদ্ধে গনধর্ষন করেছে বলে অভিযোগ এনে দুইজনকে আসামী করে হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধিত ২০২০) এর ৯(৩) ধরায় একটি ধর্ষণ মামলা যার নাম্বার ৩৫ দাযের করলে পুলিশ মামলা গ্রহন করে আসামি আটকের জন্য অভিযানে নামার পর ওই রাতেই গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার এক আসামি কে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যম কে জানান, বুধবার আটককৃতকে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে এবং অপর আসামিকে আটকে অভিযান অব্যাহত আছে।

এবি//দৈনিক দেশতথ্য//মে ৩১,২০২৩//