Print Date & Time : 12 July 2025 Saturday 2:05 am

হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার

মো.আলাউদ্দীন, হাটহাজারী, (চট্টগ্রাম) ।। চট্টগ্রামের হাটহাজারীর মডেল থানা পুলিশ উপজেলার মির্জাপুর ইউনিয়ন থেকে নাছিমা আকতার (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় সাড়ে এগারোটার দিকে ওই ইউপির ৫নং ওয়ার্ডের ওবাইদুল্লাহ নগর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা যায়,  উপজেলার মির্জাপুর ইউনিয়নের মৃত কালা মিয়ার কন্যা নাসিমার গত পাঁচ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে নাসিমা স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলো। ঘটনার দিন রাতে আশেপাশের লোকজন নাসিমার ঝুলন্ত লাশ দেখে হাটহাজারী মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে  ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরন করে। স্থানীয়রা জানান, নিহত নাসিমা দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে । তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আর//দৈনিক দেশতথ্য//১৮ সেপ্টেম্বর-২০২২