Print Date & Time : 22 August 2025 Friday 1:58 am

হাটহাজারীতে গ্যাস সংকটে দুর্ভোগ চরমে

মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্টগ্রাম) ।। চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরসহ বিভিন্ন স্থানে গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার গৃহিণী। প্রায় প্রতিদিন সকাল থেকে কোনো প্রকার নোটিশ বা ঘোষণা দেওয়া ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ থাকে। ফলে এক বেলা রান্না করে তিন বেলা খেতে হচ্ছে অনেক পরিবারকেই। অনেক গৃহিণী আবার গভীর রাতে রান্নার কাজ শেষ করেন বলেও জানা গেছে।

সোমবার সকাল ৮টা থেকে দুপর ৩টা পর্যন্ত এসব এলাকার গৃহিণীরা গ্যাসের দেখা পাননি। এছাড়াও বিভিন্ন সময় সকাল থেকে গ্যাস সংকট থাকায় আবাসিক এলাকায় বিশেষ করে পৌরসভার শাহাজালাল পাড়া, কামাল পাড়া এলাকার বাসা-বাড়িতে রান্নাবান্নার কাজ প্রায় সময় বন্ধ থাকে। এসময় ভুক্তভোগীদের খাবারের জন্য হোটেলের উপর নির্ভর করতে হয়।

জানা যায়, হাটহাজারী ১১ মাইল, দেওয়াননগর, হাটহাজারী বাজার, বাসস্টেশন, কলেজ গেট, শাহাজালাল পাড়া, কামাল পাড়া, শায়েস্তা খাঁ পাড়া ও হাটহাজারী পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকায় হাজার হাজার গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাটহাজারী পৌরসভার শায়েস্তা খা পাড়ার গৃহিণী সেলিনা জানান, কোনো প্রকার নোটিশ বা ঘোষণা দেওয়া ছাড়া প্রায় প্রতিদিন সকাল ৮টা থেকে দুপর ৩টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকে। যার কারনে প্রতি মাসে লাইনের গ্যাসের টাকা দিচ্ছি এর পাশপাশি সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতে হচ্ছে। দুইদিকে টাকা ব্যয় হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম বিক্রয় উত্তর উপ মহাব্যবস্থাপক মো. সামশুল করিম জানান, হাটহাজারী পৌরসদরে গ্যাস সংকটের কথা জানা ছিলো না। বিষয়টির ব্যাপারে খবর নিয়ে দেখছি আর অফিসে এসে অভিযোগ করতেও বলেন তিনি।

আর//দৈনিক দেশতথ্য//২০ সেপ্টেম্বর-২০২২