মো.আলাউদ্দীন, হাটহাজারী,(চট্রগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ পাকা ঘরের কাগজপত্র তুলে দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুবিধাভোগীদের হাতে জমিসহ পাকা ঘরের এসব কাগজপত্র তুলে দেয়া হয়।প্রধানমন্ত্রীর পক্ষে এসব কাগজপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শাহিদুল আলম, ভাইস চেয়ারম্যান মো.নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান,,হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম সহ আরও অনেকে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post