চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাক আটকিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের মূলহোতা মো. ফোরকান প্রকাশ শুক্কুর (৩৪) ও তার দুই সহযোগীকে আটক করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা শুক্কুর হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের হানু তালুকদার বাড়ির মৃত আব্দুল করিমের পুত্র। এছাড়া গ্রেফতারকৃত তার দুই সহযোগীরা হলেন-একই এলাকার মাটিয়া মসজিদস্থ মো. জাহাঙ্গীরের পুত্র মো. আসিফ (১৯) ও ময়মনসিংহের দূর্ঘাপুর থানার নজিরপুর আব্দুল মোতালেবের পুত্র মো. রাশেদ (২২)।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান।
তিনি জানান, মঙ্গলবার ভোরে পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে চন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজী ও ছিনতাই করে চাঁদা আদায় করে আসছে। চাঁদাবাজ শুক্কুরের বিরুদ্ধে হাটহাজারী থানায় দুইটি অস্ত্র, চুরি ও ডাকাতি মামলা রয়েছে।
তিনি আরও জানান, গত ১০ অক্টোবর ভুক্তভোগী মোহাম্মদ ইয়াছিন নামে এক শিক্ষক পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে তাঁর বসতবাড়ীতে দুইটি ট্রাকে বালি নিয়ে নির্মাণাধীন বাড়ীর সামনে পৌঁছালে চাঁদাবাজ ফোরকানসহ তার সহযোগীরা বালি আনলোড করতে বাধা দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। ভুক্তভোগী বাধ্য হয়ে চাঁদাবাজ শুক্কুরকে ১০ হাজার টাকা প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক র্যাবের বরাবরে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগের ভিত্তিকে মঙ্গলবার ভোরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করার পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ওসি মুহাম্মদ রুহুল আমিন সবুজ।
জা// দেশতথ্য// ১১ অক্টোবর ২০২২//