মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীতে মেধাবী শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা সহায়তার জন্য চেক বিতরন করা হয়েছে।
শনিবার (৬অগাস্ট) পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর সহযোগিতায় ঘাসফুল এই চেক বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঘাসফুল নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. মনজুর-উল-আমিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পিকেএস এফ ও ঘাসফুল এর নির্বাহী পরিষদ সদস্য পারভিন মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম, গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মেখল ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন চৌধুরী।
ঘাসফুল মেখল ইউপির ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চালন অনুষ্ঠিত সভায় স্বগত বক্তব্য রাখেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
শিক্ষা বৃত্তির চেক প্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করেন শিক্ষার্থী ফারজানা হাবিবা খানম দোলন, তোরশেদ বাবু শাকিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের বাধা দূরীভূত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার বিষয় সমস্যা দেখা গেলে ও সমস্যাকে পিছিয়ে রেখে এগিয়ে যেতে হবে। জীবন পরিবর্তন করে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে। প্রতিযোগীতার এই সময়ে কর্মমূখী শিক্ষা বেশি প্রয়োজন। তাই শিক্ষার্থীদের কর্মমুখী ও তথ্য প্রযুক্তির বিষয়ে শিক্ষা প্রদান করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার কোন শেষ নেই ।এই কথা মনে রাখতে হবে। কোন মেয়ের বিয়ে হয়ে গেলে শিক্ষা জীবন শেষ হয়ে যাবে না। দেশে এই রকম অসংখ্য উদাহরণ রয়েছে বিয়ে, সন্তান হওয়ার পর ও অনেকে লেখা পড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু তালেব, খোরশেদ আলম শিমুল প্রমুখ।
আর//দৈনিক দেশতথ্য//৬ আগষ্ট-২০২২