মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ।
সোমবার (১৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ৮নং মেখল ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, সরকারের পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে অবৈধ উপায়ে জনপ্রতিনিধি হয়ে যাওয়া আ.লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেয়। এদিকে সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে গা ঢাকা দেয়া অবৈধ চেয়ারম্যানদের কেউ কেউ পরিষদে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায় মেখল ইউনিয়ন বিএনপি কর্মীরাসহ স্থানীয় বেশ কিছু জনতা পরিষদ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময় বক্তারা, অবৈধ সরকারের পাতানো অবৈধ নির্বাচনের সাজানো সকল অবৈধ চেয়ারম্যানসহ মেখল ইউনিয়ন আ.লীগের সভাপতি অবৈধ চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরীসহ মেখল ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের অবসারন করার জোর দাবী জানান।
এসময় তারা বলেন, গত কয়েকদিন পূর্বে তাদের দলীয় লোকজন সন্ত্রাসী বাহিনী নিয়ে পরিষদে এসে পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ মুজিবের মুরাল সহ গেটের নাম ফলক ভেঙে ভাংচুর নাটক সাজিয়ে দোষ বিএনপি কর্মীদের ঘাড়ে চাপানোর অপচেষ্টা করেছিলো ।
খবর পেয়ে বিএনপি সহ স্থানীয় জনতা মেখলবাসী সকলে পরিষদে পাহারা বসালে তারা গা ঢাকা দেয়। তাদের জানা উচিৎ মেখলে কোনো সাজানো নাটকের স্থান নেই। বছরের পর বছর সাজানো নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে মেখলবাসী, এসবে আর পাবলিক খাবেনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন (সাবেক চেয়ারম্যান), মেখল ইউনিয়ন বিএনপি সভাপতি ইসমাইল, সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, মেখল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. সৈয়দ (সৈয়দ মেম্বার), জসিম উদ্দিন, তসকির আলম গুরা মিয়া, মো.নাসির, কাজী মাহবুব আলম, কাজী জকির উদ্দিন, আলী আকবর ফরহাদ, সোহেল সহ অসংখ্য নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

Discussion about this post