হাটহাজারীতে চোরাই বৈদ্যুতিক তারসহ মোঃ মাসুদ রানা প্রকাশ মাসুদ(২১), ও ও মো.হান্নান (২২) নামের দুই চুরকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে তিনটার দিকে সদরের পশ্চিম দেওয়ান নগর(রঙ্গি পাড়া) এলাকা থেকে তাদের আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে মডেল থানার ওসি রুহুল আমিন সবুজের দিক নির্দেশনায় এসআই প্রদীপ চন্দ্র দে তার সঙ্গীয় ফোর্স৷ নিয়ে অভিযান চালিয়ে হাটহাজারী থানার অর্ন্তগত পশ্চিম দেওয়ান নগর শীলছড়ি ও জঙ্গলশীল মৌজাস্থ আল ফয়সাল এগ্রো কমপ্লেক্স এর মালিক লুৎপি মাদানির খামার বাড়ী সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত ৬ শত ফুট কালো রংয়ের থ্রি পেইজ বৈদ্যুতিক তার বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে মাসুদ ও হান্নান নামের ২ চুরকে আটক করে। আটককৃত মাসুদ রানা হাটহাজারী পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ পশ্চিম দেওয়াননগর মরিয়মরটিলা কাঠাল বাগানের মো.মোশারফ হোসেনের পুত্র এবং হান্নান হাটহাজারী পৌরসভার ১ নং ওয়াডের পশ্চিম দেওয়াননগর সুলতান আহম্মদ বাড়ীর সুলতান আহম্মদের পুত্র। অভিযানে নেতৃত্বদানকারী এসআই প্রদীপ চন্দ্র দে জানান, আটককৃতদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে, যার নাম্বার- ১৯/৯/২২.।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বুধবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//

Discussion about this post