হাটহাজারীতে চোরাই সিএনজি ও গরুসহ মো.শহিদুল ইসলাম নোমান (২০) ও মো.আরমান (৩০) নামের চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপহজলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
আটককৃত মোঃ শহিদুল ইসলাম নোমান রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ২ নং রাইখালি ইউপির নারায়ন গিরি ১ নং পাড়ার বজল সাহেবের বাড়ীর মো. শাহারুল ইসলামের পুত্র এবং অপরজন মো. আরমান সিএমপি চান্দগাওঁ থানার ৪নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাঠানিয়াগোদা বাচা মিয়া হাজীর বাড়ীর মৃত আবদুল কালামের পুত্র.
হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বুধবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৭,২০২২//

Discussion about this post