ক্ষতিগ্রস্থ ইব্রাহিম জানান, আমার ও ছেলের পাসপোর্ট চীনে যাওয়ার সকল ডকুমেন্টস, বাড়ীর দলিল মেয়েদের সার্টিফিকেট পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নাই।
হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি টিনসেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে বলে জানান স্থানীয়রা।
বুধবার (৭ সেপ্টেম্বর ) এশার নামাজের পর উপজেলার ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের চৌধুরীহাটস্থ ছনা গাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ওই বাড়ীর ইব্রাহিমের বসতঘরের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে হাবিব, ইব্রাহিম,বাবলু,আবদুল লতিফ ও ইসমাইলেরসহ মোট ছয়টি বসতঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হযে যায়।
স্থানীয়রা অগ্নি নির্বাপনে এগিয়ে এসে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আশেপাশের অন্যান্য বঘতঘরগুলো অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়।
এদিকে ক্ষতিগ্রস্থ ইব্রাহিম জানান, সেদিন রাতে ভাগ্নির বাসায় দাওয়াতে গিয়েছিলাম। এশার নামাজের পর আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি লাইফে যা কিছু করেছি সব কিছুই চাইঁ হয়ে গেছে। আমার পাসপোর্ট আমার ছেলের পাসপোর্ট চীনে যাওয়ার সকল ডকুমেন্টস, বাড়ীর দলিল মেয়েদের স্কুল কলেজের সার্টিফিকেট সবকিছুই, পুড়ে ছাই হয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাসে এখন আমি ফ্যামিলি কে নিয়ে পথে বসে গেছি। আমার সকল স্বপ্ন ভেংগে চুরমার হয়ে গেলো, পরনের কাপড় ছাড়া কিছুই অবশিষ্ট নাই আর। “
হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শাহাজান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৮,২০২২//