Print Date & Time : 28 July 2025 Monday 11:31 pm

হাটহাজারীতে ছিনতাইকারীকে পুলিশে দিল স্থানীয়রা

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে মো.রবিউল হোসেন জিসান (২০) নামের এক ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (২২ জুন) রাতে ছিনতাইকারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এর আগে উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দীঘির দক্ষিণ কোন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ছিনতাইকারী মো.রবিউল হোসেন জিসান উপজেলার ৮নং মেখল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ মোজাফফরপুর গ্রামের কেরামত আলী মাতব্বর বাড়ির মো.সোহেলের পুত্র। এই ঘটনায় ছিনতাই এর কবলে পড়া ওয়াহিদুল আলম বাদী হয়ে আটককৃতসহ চারজনকে বিবাদী করে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৪০।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ হারুনুর রশিদ জানান, বৃহস্পতিবার সকালে ৪ সদস্যের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল ফতেপুর ইউনিয়নের আলাওল দীঘির দক্ষিণ পাড় সংলগ্ন এলাকায় মামলার বাদী ওয়াহিদুল আলমকে জীবন নাশের হুমকি দিয়ে তার সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় তার আত্নচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জিসান নামে এক ছিনতাইকারীকে ধরে ফেললে চক্রের অন্য তিন সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়রা আটকে রাখা ছিনতাইকারী জিশানকে মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করে।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান বৃহস্পতিবার আটককৃতকে বিজ্ঞ আদালত প্রেরন করা হয়েছে।