Print Date & Time : 5 July 2025 Saturday 8:11 am

হাটহাজারীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে প্রতি পক্ষের হামলায় ফারুক নামের এক যুবক ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজারের পশ্চিমে নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ঘটনার দিন মঙ্গলবার রাতে নাজিম কলোনির সামনে আইপিলের খেলা নিয়ে ফারুক ও নাঈমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে নাইম আহত হয়। পরে আহত নাইম প্রাথমিক চিকিৎসা শেষে দলবল নিয়ে ফারুকের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//