Print Date & Time : 13 August 2025 Wednesday 3:54 pm

হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধিঃ
‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২৫ মহাসমারোহে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ অগাস্ট) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সন্মাননা প্রদানের আয়োজন করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ- ই- জাহান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুজন কানুনগো, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব এর যুগ্ন সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম শিমুল, বোরহান উদ্দিন, জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমান, জসিম উদ্দিন বাবুল, উদ্যোক্তা রুপনা বড়ুয়া, মো.হেলাল উদ্দিন, মো.মহিউদ্দিন, কামাল পাড়া যুব সংঘের সভাপতি মোহাম্মদ ওসমান। সভায় আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী নাজিম, মো.সোহেল রানা, উদ্যোক্তা ইরফাত আরা রনি ও উপজেলার শ্রেষ্ঠ সংগঠন উজ্জীবন ক্লাবকে সন্মাননা প্রদান ও ৯ জন প্রশিক্ষনার্থী ও উদ্যোক্তাকে মোট ৯লাখ টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে।