হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (০৪ নভেম্বর) সকালের দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা সহকারী কমিশন(ভুমি)আবু রায়হান,স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মাহফুজুর রহমান খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.নুরুল আলম, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ফতেহপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস,এম জিন্নাত সুলতানা, ডেপুটি কমান্ডার আহমদ হোসেন মাষ্টার।বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মুহুরী, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। সভাপূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
জা// দৈনিক দেশতথ্য// ০৪, নভেম্বর ২০২২//

Discussion about this post