Print Date & Time : 15 May 2025 Thursday 10:40 pm

হাটহাজারীতে ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে নুর উদ্দিন (৫০) নামে এ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

রবিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নুর উদ্দিন ওই এলাকার মৃত আবদুল লতিফের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য খোকন ঘটনার সত্যতা স্বীকার করে রবিবার সন্ধ্যা সাতটার দিকে জানান, এক ছেলে ও এক কন্যা সন্তানের পিতা নিহত নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন বিকালের দিকে স্থানীয়রা উল্লেখিত এলাকার কদল মহল চৌধুরী বাড়ির নুর উদ্দিনকে তার বাড়ীর পেছনে পুকুর পাড়ের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।