Print Date & Time : 3 July 2025 Thursday 7:54 pm

হাটহাজারীতে ঝুলন্ত লাশ উদ্ধার

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃহাটহাজারীতে মোঃ নাজিম (৩২) নামের এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৮ টায় দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আদর্শ গ্রামস্থ বরিশাল কলোনি থেকে গলায় ফাঁস দেয়া লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা যায় আত্নহননকারী নাজিম পেশায একজন সিএনজি চালক ছিলেন। এবং জীবিত থাকাবস্থায় সে একাধিক বিয়েও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে লক্ষন দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারেন।

হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই এটা আত্নহত্যা নাকি অন্যকিছু সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক দেশতথ্য//এল//