মো.আলাউদ্দীন,হাটহাজারীঃহাটহাজারীতে সৈয়দ মো.রাসেল (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর ট্রাক চাপায় নিহত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল এগারোটার দিকে হাটহাজারী বাস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ছিপাতলী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নুরুল আলম মেম্বারের বাড়ি মৃত ইব্রাহিমের পুত্র রাসেল বাইক যোগে ব্যবসার কাজে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাস স্ট্যান্ড এলাকার আধুনিক হসপিটালের সামনে আসলে একটি দ্রুতগামী (ট্রাক চট্টমেট্রো- ট ১১-০৬৩৭) রাসেল কে বহনকারী মোটরসাইকেল (চট্টমেট্রো- ল ১৩-১৯০৭) কে চাপা দিলে ঘটনাস্থলে প্রান হারায় সে।
খবর পেয়ে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করে। এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করে পুলিশ হেফাজতে নেযা হয়
এদিকে দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু জানান, এ্যালুমেনিয়াম ব্যবসায়ী নিহত রাসেল ২ ছেলে ও ১ কন্যার পিতা ছিলেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো.রুহুল আমিন সবুজ জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post