হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে দখলবাজির প্রতিবাদে ১নং দক্ষিণ পাহাড়তলীঁ ওয়ার্ডস্থ ৩নং বাজার এলাকাবাসীর উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার বড়দীঘির পাড় এলাকার হাটহাজারী অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩নং বাজার হাবিব মিয়া জামে মসজিদ এর সাবেক সভাপতি নুর আলমের সভাপতিত্বে এবং ৪নং আমির হামজা কলোনির সমাজসেবক মো.আব্বাস ও রফিকের যৌথ সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মালা বেগম,শাহজাহান লেদু, দিদারসহ আরো অনেকে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাজী আলমগীর টিটু, সুমন গাজী, সাগর, মো. সেলিম, ইলিয়াছ, রুবের, জুয়েল, বাদশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমিদস্যু ও মাদক কারবারি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা সেলিম, কামাল বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আজকে আমরা ৩নং বাজার এলাকাবাসীকে রক্ষা ও উক্ত বাহিনীর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে এ মানববন্ধনের আযোজন করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা সেলিম, কামাল একেএম ছরওয়ার হোসেন এর বাহিনীর অত্যাচার থেকে নিরীহ ৩নং বাজার, আমির হামজা কলোনিসহ অত্র এলাকাবাসীকে রক্ষা করতে উক্ত দূর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে এলাকাবাসীদের এ দুর্ভোগ থেকে রক্ষা করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Discussion about this post