Print Date & Time : 22 April 2025 Tuesday 5:15 pm

হাটহাজারীতে দুইজনের আত্মহত্যা

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে আট ঘন্টার ব্যবধানে নুসবাত জাহান মুক্তা (২২) নামে দুই সন্তানের মা এবং মো.ফাহিম (২৪) নামে এক অটোরিকশা চালকসহ মোট দুজন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব দেওয়ান নগর মফিজ চেয়ারম্যান বাড়ি এলাকার রফিকুল ইসলামের ভাড়া বাসায় এবং একইদিন বেলা এগারটার দিকে একই ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়া এলাকার সড়ক ও জনপদ বিভাগ অফিস সংলগ্ন নবীদ আলী হাজি বাড়ির ছালে আহম্মদ ম্যানশনে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, শায়েস্তা খাঁ পাড়া এলাকার সড়ক ও জনপদ বিভাগ অফিস সংলগ্ন নবীদ আলী হাজি বাড়ির ছালে আহম্মদ ম্যানশনে এলাকার মো.লোকমানের কন্যা ৫ বছর ও ৩ বছর বয়সী দুই সন্তানের মা মুক্তার তার স্বামীর সাথে বনিবনা না হওয়ায় সম্প্রতি সামাজিকভাবে বিবাহ বিচ্ছেদ হয়।
ঘটনার দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে মুক্তা তার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে একইদিন সন্ধ্যার দিকে সিলেট জেলার গোলাপগঞ্জ এলাকার মুসলিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক ফাহিম তার নিজ ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। খবর পেয়ে উভয় ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে কি কারণে এ দুই আত্মহত্যার ঘটনা তা এখনও জানা যায়নি।

দৈনিক দেশতথ্য// এইচ//