Print Date & Time : 16 May 2025 Friday 2:58 pm

হাটহাজারীতে দেবে গেল পাকা দালানের একাংশ

হাটহাজারীতে একটি নির্মাণাধীন ভবনের একাংশ মাটির নিচে দেবে গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালের দিকে উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

জানা যায়, গত বছরখানেক পূর্বে উত্তর মাদার্শা ইউপির ৭নং ওয়ার্ডের রামদাশ হাট এলাকার হালদা ভেড়ী বাধের পশ্চিম পাড়ে স্থানীয় প্রবাসি আজম জায়গা কিনে আনুমানিক প্রায় ২০ ফুট গভীর খাদের পাশে তার শশুড় মো.মিয়ার মাধ্যমে কৃষি জমিতে কোন রকম পরিকল্পনা নিয়ম নীতি না মেনেই বিল্ডিং এর কাজ শুরু করেন যা এখনো চলমান রয়েছে । অপরিকল্পিত ভাবে গৃহ নির্মাণ কাজ করে যাওয়ায় বৃহস্পতিবার ভোরের দিকে বিকট শব্দে নির্মাণাধীন ঘরটির একটি অংশ (১ম তলা) পাশের খাদে দেবে গিয়ে পানিতে ডুবে যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধীক ব্যক্তিরা বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। হটাৎ টাকা হলে যা হয় আর কি। সয়েল টেষ্ট, কোন ভালো ইন্জিনিয়ার থেকে প্লান, পরামর্শ ছাড়াই এমন বিপদজনক স্থানে বিল্ডিং করা বোকামী ছাড়া আর কিছুইনা। এভাবে যেখানে সেখানে নিয়ম নীতি না মেনে বিল্ডিং তৈরী যারা করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেয়ার জোর দাবীও জানান তারা।

মাদার্শা এলাকার বাসিন্দা সংবাদকর্মী কে এম মনজুরুল হক জাহেদ জানান, এ ব্যাপারে দ্রুত যথাযথ কর্তৃপক্ষের আইনী ব্যবস্থা নেয়া উচিৎ।

ঘটনা সম্পর্কে ভবনের নির্মাণ কাজের দায়িত্বে থাকা প্রবাসী আজমের শশুড়ের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে ঘটনার দিন ভোরে ভুমিকম্পের কারনে নির্মাণাধীন বিল্ডিংটার একটা অংশ দেবে গেছে বলে স্বীকার করেন। 

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদুল আলমের কাছে এ ব্যাপারে জানতে  মোবাইল ফোনে সংযোগ স্থাপন করার চেস্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এবি//দৈনিকদেশতথ্য//নভেম্বর ১০,২০২৩//