হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মনজুর কাদের ভুঁইয়া।
সোমবার (০৮ সেপ্টেম্বর) রাত সাড়ে নটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো.তারেক আজিজ এ প্রতিবেদক কে নতুন ওসির যোগদানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে মনজুর কাদের ভুঁইয়া কক্সবাজার জেলার চকরিয়া থানার দায়িত্ব পালন করেন।
জানা যায়, গত শনিবার হাটহাজারী বড় মাদ্রাসা শিক্ষার্থী ও সুন্নী পন্থী দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন কে অপসারণ করা হয়। এর আগে রবিবার দুপুরের দিকে হাটহাজারী মাদ্রাসা শিক্ষক নিজামপুরী উভয় পক্ষের সংঘর্ষে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে ২৪ ঘন্টার মধ্যে ওই ওসির অপসারণ দাবী করেন তিনি। পরে ২৪ ঘন্টা পর মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলনের লক্ষ্যে মাদ্রাসা মাঠে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। সেদিন রাত দশটার দিকে ওসি আবু কাওসার মাহমুদ হোসেনকে হাটহাজারী মডেল থানা থেকে অপসারণ করা হয়েছে এমন খবর আসলে শিক্ষার্থীরা শান্ত হয়।
এদিকে চকরিয়া থানার বিতর্কিত ওসি মনজুর কাদের ভুঁইয়া হাটহাজারী থানায় যোগদান করছেন এমন খবর হাটহাজারীতে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন জন তাদের ওয়ালে পোস্ট করেন “উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ কোনো বিতর্কিত ওসি হাটহাজারী থানায় নিয়োগ দেবেন না। এক বীর মুক্তিযোদ্ধা তার ওয়ালে লেখেন “হাটহাজারী মডেল থানায় কোন বিতর্কিত ও দোষিত ওসিকে পোস্টিং না দেয়ার জন্য উর্ধতন কর্ত্পক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।”
বিভিন্ন পত্রিকা নিউজ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়া থানার ওসি থাকাকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেনারেল (অবঃ) মো.জাহাঙ্গীর আলমের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়। কর্মস্থল চকরিয়ায় দায়িত্ব পালনকালে হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাজি ও হেফাজতে মৃত্যুর মতো গুরুতর সব অভিযোগে একাধিক মামলা আসামি এই ওসির বিরুদ্ধে চকরিয়ায় ঝাঁটা-জুতা মিছিলসহ হাজারো নারী পূরুষ মানববন্ধন করলেও সেখানে বহাল তবিয়তে ছিলেন তিনি।
ভূক্তভোগী ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী গ্রামের বাসিন্দা আকতার হোছাইন বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলেন তৎকালীন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনজুর কাদের ভূঁইয়া।

Discussion about this post