Print Date & Time : 13 May 2025 Tuesday 8:09 pm

হাটহাজারীতে নিখোঁজ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হাটহাজারীতে নিখোঁজ হবার দশ দিন পর তৈয়ুব (২৭) নামের এক যুবকের ঝুলন্ত গলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

শনিবার (২৫ মার্চ) দুপুরের দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুর এলাকার হালদা প্যারালাল খাল প্রকাশ আনিসের বাঁধ এলাকার একটি গাছের ঢাল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ দায় চাঁন চৌধুরী বাড়ির শাহ আলমের পুত্র তৈয়ুব গত ১৬ মার্চ বৃহস্পতিবার সকালের দিকে বাড়ি থেকে পৌরসদরের একটি হার্ডওয়ার দোকানে তার কর্মস্থলে যাওয়ার জন্য বের হলেও রাতে বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর তার খোঁজ না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে নিখোঁজের ১০ দিন পর শনিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় লোকজন উল্লেখিত স্থানের নির্জন স্থানের একটি গাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুরের দিকে প্রায় পচন ধরা গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরেকটি সূত্রে জানা যায়, হার্ডওয়ার দোকানের কর্মচারি একরোখা টাইপের তৈয়ুবের প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হযে গেলে সে পুনরায দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়। প্রথম স্ত্রীর ঘরে একটি সন্তান হলেও সেটিও মারা যায়। পারিবারিকভাবে চরম অশান্তিতেও ছিলো সে। সূত্রটি আরও জানায়, প্রথম স্ত্রীর বিচ্ছেদ, পুনরায় নতুন বিয়ে সব মিলিয়ে একটা ঋণের বোঝাও ছিলো তার উপর।

পৌরসভার মোহাম্মদপুর এলাকার পৌর সহায়ক কমিটির সদস্য জানান, ছেলেটি মানসিক ভারসাম্য হীন ছিল।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোঃ নূরুল আলম লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের পর এব্যাপারে তদন্ত পূর্বক আইনী ব্যবস্হা গ্রহন করা হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ মার্চ ২০২৩