‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্য কে সামনে রেখে হাটহাজারীতে নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার(২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালি আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। সভায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমন্ডার নুরুল আলম, বীরমুক্তি যোদ্ধা মনির আহমদ, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ট্রাপিক সার্জেন্ট বখতেয়ার আলম, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, ইউ পি চেয়ারম্যান জায়নুল আবেদিন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই হাটহাজারী শাখার উপদেষ্টা মোঃ খায়রুন নবী, ব্যাংকার জসিম উদ্দিন খান, সংগঠনের সভাপতি ওজায়ের আহমদ হামিদী, বাস মালিক সমিতির নেতা যথাক্রমে মোঃ জাফর, মোঃ শাহাজাহান, ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ ইলিয়াস, মোঃ কামাল উদ্দীন, সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ ইউসুপ প্রমূখ।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে অসহায় দুই পরিবারকে সেলাই মেসিন প্রদান করা হয়। তাছাড়া সংগঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মঞ্জুরুল আলম ও শাহাবুদ্দিন বাবুলকে ক্রেস্ট প্রদান করা হয়।
জা// দৈনিক দেশতথ্য// ২২ অক্টোবর ২০২২//

Discussion about this post