Print Date & Time : 5 July 2025 Saturday 10:24 am

হাটহাজারীতে পলাতক আসামিসহ আটক ৩

মো.আলাউদ্দীন , হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে ওসমান গনি(৩৮) নামের এক পলাতক আসামিসহ মোট ৩ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ আগস্ট) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজের দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ সোহেল আহমেদ ও এএসআই আবু তাহের অভিযান চালিয়ে মৃত ডাক্তার আবদুল সোবহানের পুত্র ওসমান গনিকে আটক করে। পুলিশ জানায়, আটককৃত ওসমান গনি হাটহাজারী মডেল থানায় মামলা নং-২৫(৫)২০২০, জিআর-২০০/২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্তন্র আইন ৩৬(১) এর ২৪(খ) ধারায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে আত্নগোপনে ছিলো বলেও জানান তারা।

অপরদিকে উপজেলার ৫নং নাঙ্গলমোড়া এলাকা থেকে মোহাম্মদ বাবু(২২), এবং মোহাম্মদ হৃদয়(১৯) নামের ২ ব্যক্তিকেও আটক করে পুলিশ।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//