হাটহাজারীতে মো.রুবেল (৩১) নামের ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে র্যাব-৭ কর্তৃপক্ষ ওই পলাতক আসামিকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে শুক্রবার ২২ সেপ্টেম্বর র্যাব অফিস সংলগ্ন পৌরসভার মাটিয়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের হাতে গ্রেফতার হওয়া মো. রুবেল নগরীর বায়েজিদ বোস্তামী থানার উত্তর কুলগাঁও এলাকার মৃত সোলেমানের পুত্র।
সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার বাসিন্দা মামলার বাদী ভিকটিমের সাথে গত প্রায় আট বছর পূর্বে একটি অনুষ্ঠানে রুবেলের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিভিন্ন সময় বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে গিয়ে ছবি তোলে। পরে রুবেল ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এর পর রুবেল ভিকটিমকে নোটারী পাবলিক এর মাধ্যমে হলফনামা অনুযায়ী বিয়ে করে স্বামী-স্ত্রী হিসাবে একসাথে বসবাস শুরু করলে গত ২০১৯ সালের ১৮ জানুয়ারী তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এদিকে সন্তানের বয়স প্রায় চার বছর পূর্ন হলে চলতি বছরের গত ১২ আগস্ট ভিকটিম পুত্র সন্তানকে স্কুলে ভর্তির জন্য স্বামী রুবেলকে তার জাতীয় পরিচয়পত্রের কপি দিতে বলে। এসময় রুবেল তাদের বিয়ের কথা অস্বীকার করে ভিকটিমকে মারধর করে গুরুত্বর রক্তাক্ত জখম করে বাসা থেকে পালিয়ে যায়। ওইদিনের পর থেকে অভিযুক্ত রুবেল ভিকটিমসহ শিশু পুত্রের কোন খোঁজ খবর না নেওয়ায় গত ১৪ আগস্ট বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল চট্টগ্রাম বরাবরে ভিকটিম একটি কোর্ট পিটিশন দায়ের করে। বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে তদন্তপূর্বক পুলিশ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করলে মডেল থানা পুলিশ আদালতের নির্দেশনা মোতাবেক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন, যার মামলা নং-১৫। এদিকে মামলা দায়েরের খবর পেয়ে আসামি রুবেল গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়ে আত্নগোপনে চলে যায়। পরে র্যাব-৭ তাকে ধরার জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পেরে যে পলাতক আসামী রুবল কে পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জান পলাতক আসামি রুবেলকে গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকালে গ্রেফতারকৃত কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হযেছে।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post