Print Date & Time : 9 July 2025 Wednesday 11:56 am

হাটহাজারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর এবং পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ সন্দীপপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন পৌরসভার মোহাম্মদপুরের বাসিন্দা সুজনের দেড় বছর বয়সী পুত্র নাতাম খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষন নাতামের সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে পুকুরের পানিতে নাতামকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে পৌরসভার সন্দীপ পাড়ার অধিবাসী রুবেলের পুত্র রিফাত তার দুই বন্ধুসহ বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে পানিতে ডুবে যায়। এসময় অপর দুই বন্ধুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পানি থেকে রিফাতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ষেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবক হাটহাজারী সরকারী কলেজ ছাত্র রাশেল ও কৃষি ফার্ম রোড়ের ব্যবসায়ী হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন বাদে আছর জানাযা নামাজ শেষে সন্ধ্যার দিকে স্ব-স্ব পারিবারিক কবরস্থান তাদের দাফন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//