হাটহাজারীতে পুকুরে ডুবে আয়শা আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার মো. হারুনের কন্যা আয়শা আক্তার খেলতে গিয়ে দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে দীর্ঘ সময় ধরে আয়শার কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা আশেপাশে খোঁজাখোঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরের পানিতে আয়শাকে ভাসতে দেখলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়শা আক্তার কে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিলো।
জা//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৮, ২০২২//