হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে সৈয়দ ওয়াহিদুল আলম(৯১)প্রকাশ ওহিদুল ফকির নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ সৈয়দ আব্দুল হক মুক্তার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরের দিকে ওয়াহিদুল আলম প্রতিদিনের মতো বাড়ীর পাশের পুকুরে গোছল করতে যান। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হলে বাড়ির পাশের পুকুরে ওয়াহিদুল আলমকে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত ওয়াহিদুল আলম ওই এলাকার মরহুম মো. সত্তারের পুত্র বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ২ মেয়ে, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। নিহতের প্রতিবেশী শিবলু, আজিজসহ বেশ কযেকজনের সাথে কথা বলে জানা যায়, গতকাল বিকালেও স্থানীয় বড়পীর পাড়া বাজারে চায়ের দোকানের সামনে ওনার সাথে দেখা হয়েছিলো অথচ আজ ওনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন।
ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রতিবেশী মোহাম্মদ মোহসিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে একইদিন রাত ৯ টার দিকে সৈয়দ আব্দুল হক মুক্তার বাড়ি জামে মসজিদ মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৩,২০২২//