Print Date & Time : 25 August 2025 Monday 11:06 am

হাটহাজারীতে পুকুর ভরাটের দায়ে জরিমানা

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম): হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তিকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডস্থ ক্ষেতপাল বাড়ির কল্পনা ক্লাব সংলগ্ন এলাকায় সুবল ধর নামের এক ব্যক্তি জলাধার ভরাট করছে এমন অভিযোগের ভিক্তিতে ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পায় ভ্রাম্যমান আদালত।পরে অভিযুক্ত সুবল ধর অপরাধ স্বীকার করায় আদালত তাকে পরিবেশ আইন লঙ্ঘন করে পুকুর ভরাট করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা অনুসারে ১ লাখ টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করেন। সুবল ধর উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের ক্ষেতপাল বাড়ির মথুরাম মোহন ধরের পুত্র।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//