মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।। চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ পৃথক অভিযানে রুবি আকতার(৩৫) ও মোছা.রাশেদা বেগম(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ১১নং ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ জোবরা গ্রামের সিকদার পাড়া এবং পৌরসভার মাটিয়া মসজিদ সংলগ্ন চন্দ্রপুরস্থ জমির কলোনী থেকে তাদের আটক করা হয়।
মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানার এসআই হারুনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জোবরা সিকদার পাড়ার প্রফেসর নুর উদ্দিনের বাড়ির সীমানা দেওয়াল সংলগ্ন পশ্চিম পাশের জনৈক সালাউদ্দিন এর মালিকানাধীন জায়গা থেকে উপজেলার ১১ নং ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত আবুল বশরের মেয়ে শামসুল আলমের স্ত্রী রুবি আকতার কে ৪ টি গাঁজা গাছ সহ এবং এসআই আলমগীর ভুঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার মাটিয়া মসজিদ সংলগ্ন চন্দ্রপুরস্থ জমির কলোনী থেকে আধা কেজি গাঁজাসহ রাশেদা আকতার কে আটক করা হয়। আটক রাশেদা আকতার পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ মাটিয়া মসজিদের দুলা মিয়া বাড়ীর মৃত নুর ইসলাম প্রকাশ নুরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানার এসআই
হারুনুর রশিদ এবং এসআই আলমগীর ভুঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সবুজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের শনিবার সকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৭ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post