Print Date & Time : 11 September 2025 Thursday 9:43 pm

হাটহাজারীতে পৃথক পুলিশি অভিযানে তিনজন আটক

মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।হাটহাজারীতে মোবাইল চোর জালাল (৪২) এবং চোলাইমদসহ চিজি চাকমা(৩৫), ও মনু চাকমা(৩৬)নামের দুই নারীসহ মোট তিন অপরাধীকে আটক করেছে মডেল থানা পুলিশ।  

বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের হাজীর ঘাটা ও পৌরসভার সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনারদিন দিবাগত রাতে মডেল থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার কাপ্তাই সড়কের হাজীর ঘাটার সাফা এগ্রো ফার্ম এলাকা থেকে চারটি বিভিন্ন মডেলের চোরাই মোবাইলসহ জালালকে এবং পৌরসভার বৌ বাজারস্থ সাব রেজিষ্ট্রারের বাড়ীর বাইতুল ওয়াহেদ মসজিদের দক্ষিণে কালভার্টের পার্শ্বের রাস্তা থেকে ৫০ লিটার চোলাইমদ সহ দুই নারীকে আটক করা হয়। এসময় মদসহ তাদের বহনকারী  সিএনজি ট্যাক্সি (চট্টগ্রাম-থ-১৪-৫৯৫৪)টিও জব্দ করা হয়। 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সবুজ আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আটকৃতদের ব্যাপারে হাটহাজারী মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হযেছে।

আর//দৈনিক দেশতথ্য//৬ আগষ্ট-২০২২