হাটহাজারীতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হানিার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (২৮সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন হাটহাজারী, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের সভাপতিত্বে আযোজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, কবির আহম্মদ, সমাজকর্মী গোবিন্দ প্রসাদ মহাজন, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, সাংবাদিক শ্যামল নাথ, বাবলু দাশসহ আরও অনেকে। এতে অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকন্যা প্রধনামন্ত্রী শেখ হাসিনার দীঘায়ু কামনায় বিশেষ দোয়া ও কেক কাটা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ আহসান হাবিব।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৯,২০২২//