হাটহাজারীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারনা পূর্ণিমা তথা আশ্বিনী পূর্ণিমা আজ রবিবার।
তিনমাসব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাব্রত, ধ্যান সমাধী অধিষ্ঠান ও গৃহ সংঘের উপসত শীলব্রত পালনের সমাপ্তির দিন এই প্রবারনা পূর্ণিমা উৎসব। প্রবারনা পূর্ণিমার পর দিন থেকে যেই বিহারে ভিক্ষু সংঘ বর্ষাব্রত অধিষ্ঠান করেছেন সেই বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব শুরু হবে।
ভিক্ষু সংঘরা সেখানে উপস্থিত হয়ে গৃহীদের উদ্দেশ্য ধর্মালোচনা করবেন বহুজনের হিত ও সুখের জন্য। বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক গৌতম বুদ্ধের সময়ে বর্ষা মৌসুমে ভিক্ষু সংঘের পিন্ড চরন ছিল কষ্টসাধ্য। তাই তিনি বর্ষাকালীন ভিক্ষু সংঘকে বিহার তথা বৌদ্ধ মন্দিরে থেকে ধ্যান সাধনা ও জ্ঞান চর্চা করার নিদের্শনা দিয়ে ছিলেন। আর সেই সময় আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত গৌতম বুদ্ধের সেই নিদের্শনা পালন করে আসছেন ভিক্ষু ও গৃহীসংঘ। এই প্রবারনা পূর্ণিমাকে অন্যান্য ধর্মাবলম্বীরা ফানুস উড়ানো উৎসব ও বলে থাকে।
শুভ প্রবারনা পূর্ণিমা উপলক্ষে হাটহাজারী উপজেলা ১৫ টি বৌদ্ধ মন্দির তথা বিহারের দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে বিশ্ব শান্তি কামনা, ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, বৈজয়ন্তিক ধজ্বা উত্তোলন, অন্নমেরু দান, বুদ্ধ পূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহন, বৈজয়ন্তি ধজ্বা ও অন্নমেরু উৎসর্গ, বুদ্ধ কীর্তন, আলোক সজ্জা, প্রবারনা পূর্ণিমার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা, সন্ধ্যাকালীন প্রদীপ পূজা, দেশের সমৃদ্ধি, জীব জগতের শান্তি ও পার্থিব জগতের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা।
সর্বশেষ ফানুস উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষিত হবে বলে হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। তাছাড়া রবিবার বেলা তিনটায় প্রবারনা পূর্ণিমা উপলক্ষে সরকার প্রদত্ত জি আর তহবিলের অনুদান বিতরন কর্মসূচির আয়োজন করেছে হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদ।
উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহারের নান্দনিক ধর্মানন্দ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি থাকবেন হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমীন সবুজ ও ৩নং মির্জাপুর ইউ পি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন। অনুদান গ্রহনের জন্য উপজেলার আওতাধীন বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৯,২০২২//

Discussion about this post